চট্টগ্রাম পৌঁছে সাকিব সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন -পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “সাকিব আমাকে কাল রাতে জানিয়েছে সে করোনা নেগেটিভ। বিসিবির করা পরীক্ষাতেও সে নেগেটিভ হয়েছে। ওর সাথে কথা হয়েছে ও নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। ও যদি খেলতে চায় আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিডম আছে। আজকে সন্ধ্যা ৭ টার ফ্লাইটে আসবে এখানে। ও খেলতে চাইলে ওকে না করার কোনো সুযোগ নেই।’’ […]