মুশফিককে নিজের সিদ্ধান্ত জানাতে হবে :পাপন
বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছেন মুশফিক তার নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবিকে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু সময়ের সেরা ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, বাইরে কী হচ্ছে তা নিয়ে একদমই চিন্তিত নন দেড় যুগের বেশি সময় ধরে ক্রিকেট খেলা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটার। উল্টো দলের জন্য রান করতে মরিয়া মুশফিক। দুদিন আগেই পাপন জানিয়েছেন তামিম, রিয়াদের মতোই […]