টাইগারদের নতুন কৌশল টায়ার থেরাপি!
উইকেটে টায়ার দিয়ে বোলিং প্রেকটিস আইপিএল এর মতো বাইরের লিগ গুলোতে দেখা গেলেও দুবায়ের মাটিতে এই নতুন কাজ দিয়ে বাংলাদেশ টিমের অনুশীলোন পর্ব শুরু হয়েছে। ডেথ ওভারে টাইগারদের যে সমস্যা টা সবারই চোখে পড়েছে। মুস্তাফিজ থেকে শুরু করে কারো কাছ থেকেই প্রত্যশিত ইয়োরকার দেখেনি টিম বাংলাদেশ।যা ভাবনাই ফেলেছিলো পুরো দলকে। শ্রীরামের দুবাই ক্লাসে দেখা মিললো […]