আফগানস্থানের বিপক্ষে নাঈম বিজয় জুটি নিশ্চিত!
এশিয়া কাপে বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে এতদিন ছিল রাজ্যের অনিশ্চয়তা। তবে অনিশ্চয়তার সে মেঘ হয়তো কাটতে শুরু করেছে নেট অনুশীলনে নাঈমের পাওয়ার হিটিং ব্যাটিং দেখে। আগেই জানা ছিল দলের হয়ে ওপেন করবেন বিজয়, তবে জানা ছিল না তার সঙ্গী কে হবেন–গতকাল নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় কিছুটা স্পষ্ট হলো বিজয়ের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে […]