রোনালদো কি আর সত্য পূর্তগালের সম্পদ হয়ে আছেন, নাকি দিন কে দিন পরিনিতি হয়ে চলছেন বোঝা তে।
কবি পূর্নেন্দী তার কবিতায় বলেছেন, দুর্ধর্ষ তম, যোদ্ধার ও গালেও একদিন মৃত্যুর থাপ্পড় লগে।
পূূর্নেন্দী পএীর এই লাইন রোনালদোর শুনার কথা নয়, কিন্তুু ইংলিশ কবি জন কিটস ও তো বলেছেন, চরম সৌন্দর্য একদিন বির্বন হয়। এটা তো রোনালদোর শুনার কথা, না শুনলেও বা কি এসে যায় এটাই তো নির্মম সত্যি। এই নির্ম সত্যি টা কি রোনালদো কখনো বুঝবেন না?
২০২২ বিশ্বকাপে রাউন্ড আব ষোলের গুরুত্বপূর্ণ ম্যাচে, বেঞ্চে বসেছিলেন ক্রিষ্টিয়ানো। কোয়ার্টার ফাইনালেও মরক্কের বিপক্ষেও যায়গা পাননি একাদশে। বেঞ্চ থেকে নেমে সেইদিন পূর্তগালের ক্রানকর্তা হতে পারেননি সি,আর সেভেন।
এরপর থেকে প্রশ্ন উঠেছিলো, পূর্তগাল দলে আবেদন কমেছে রোনালদোর সময় হয়েছে এখানেই শেষ টা বলার।
সবাই সেইখানে লেখেও ফেলেছিলেন, রনের ক্যারিয়ার এপিটাফ।
কিন্তুু মানুষ টা তো, কঠিন ইস্পাত মনোবলে গড়া রোনালদো। খেলতে চেয়েছেন আরও একটা ইউরো সদ্য শেষ ইউরোতে পূর্তাগল দলে যায়গাও মিলেছিলো সি,আর সেভেনের।
কিন্তুু পর থেকে প্রশ্ন উঠতে থাকে, রোনালদো আবসর নিচ্ছেন কবে।
আর সে প্রশ্নের উত্তর দিলেন, সি,আর সেভেন সাফ জানিয়ে দিলেন তিনি এখনই আবসরে যাচ্ছেন না।
যতদিন পূর্তগাল দলের সম্পদ থাকবেন, ততদিন পূর্তগালের হয়ে খেলে যাবেন সি,আর সেভেন।।
তবে এবার প্রশ্ন রোনালদো কি সত্যি পূর্তগালের সম্পদ হয়ে আছেন নাকি, মুখের জোরে এখন চলছেন পূর্তগীজ মহারাজ?
চলুন সে প্রশ্নের উত্তর খুঁজে আসা যাক।
সদ্য শেষ ইউরো তে, কোন গোলের দেখা পাননি রোনালদো। পাঁচ ইউরোর ক্যারিয়ারে এই প্রথম কোন ইউরো তে স্কোর শীটে নাম তুলতে ব্যার্থ হয়েছেন।।
অবশ্য গোলের হিসেব নিকেশ টেনে তো আর রোনালদোর মত, ফুটবলারের ইমপ্যাক্ট বুঝানো যাবে না।
তাহলে চলুন সদ্য শেষ ইউরোতে রোনালদোর ইমপ্যাক্ট টা কি ছিলো সেটার অদিপ্যান্ত ঘটাঘাটি করা যাক।।
শেষ ইউরো তে, রোনালদোর সে অর্থে কোন ইমপ্যাক্টই নেই। বরং পেনাল্টি মিস করে দলকে বিপদে ফেলেছেন। এমনকি রোনালদো একবার যদি নিজের পজিশন লুস করলে, পুরো ইউরো জুড়ে তার নিজের পজিশনে ফিরে আসতে, অনেক সময় নিয়ে ফেলতেন যেটাতে সতীর্থরা পড়তেন বেশ বিপাকে।
অর্থ্যাৎ পুরো ইউরো জুড়ে, এতটাই বিবর্ন ছিলেন রোনালদো।।
এরপর রোনালদো আবসরের কথা, ভাবতে চাননা।
তবে কি চান রোনালদো?
পূর্তগালের বোঝা হয়ে থাকতে, এইভাবে চলতে থাকলে নিষ্চয় প্রাপ্য সম্মান না পেয়ে আবসরে যেতে হবে , ফুটবল দুনিয়ার গ্রেট ম্যান কে।
রোনালদো কে তবে সেটাই চান।।