December 6, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

মাশরাফি ক্যাপ্টেন নাহলে বাংলাদেশ ক্রিকেট এতোদুর আসতোনা।

আকারাম-বদশারদের শুরুর গন্ডি পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট আছে আজ সুবিদা জনক অবস্থানে।
একট সময় ছিলো যখন, বাংলাদেশ মাঠে নামবে পরাজয়ের লজ্জা টাইগারদের সঙ্গী হবে।
কিন্তুু বর্তমান দৃশ্যপট পুরোটাই উল্টো, পাশার দান বদলিয়েছে। বাংলাদেশ এখন ওপর প্রতিপক্ষের ওপর চওড়া হয়, চোখে চোখ রেখে লড়ায় করে, প্রতিপক্ষ টাইগারদের হেসে খেলে হারিয়ে দিবে সে-সুযোগ এখন আর নাই।
বরং টাইগাররা হয়ে উঠে প্রতিপক্ষের গলার কাটা।

হৃদয়-রিশাদরা যেমন নিজেদের দিনে, ছূূড়ি ঘুরায় তেমনি পাইপ-লাইনে আছে জিসান-আরিফুল ইসলামের মতন এশিয়া জয় করা যুব ক্রিকেটেররা। সব-মিলিয়ে শেষ ১০ বছরে বাংলাদেশ ক্রিকেট এসেছে অমূলক পরিবর্তন।।
এই পরিবর্তনের পিছনে নিঃসন্দেহে বড় আবদান রেখেছে পঞ্চ পান্ডব যুগল।
পঞ্চ পান্ডবের পাঁচ ক্রিকেটারের হাত ধরে হারের বৃত্তে হারিয়ে যেতে থাকা টাইগাররা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।।
যার প্রথম আবদান রেখেছেন মাশরাফি বিন মুর্তজা।
যখন বাংলাদেশ ক্রিকেট ২২ গজে হারায় ছিলো নিয়ম তখন একজন কে পাওয়া গিয়েছিলো ব্যাতিক্রম।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে, বাংলাদেশ ক্রিকেট দেখা পেয়েছিলো একের পর এক সফলতার সূর্য।
অথবা সাকিব আল হাসান তামিম ইকবাল, রিয়াদ মুশফিকরা প্রতিপক্ষের চোখের ঘুম হারাম করে ছেড়েছে।

২০১৫ বিশ্বকাপে কোর্য়াটার ফাইনালে, যায়গা হয়েছিলো বাংলাদেশের। সেই বিশ্বকাপ পথ দেখায় টাইগারদের। বিশ্বমঞ্চে আগামী দিনে আত্মবিশ্বাসের রসদ খুঁজে পেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট।।

আর সেই পাঁচ ক্রিকেটারের আবদান আরও একবার মনে করিয়ে দিলেন, বাংলাদেশ ক্রিকেট এর প্রধান নাজমুল হোসেন পাপন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন সাহেব বলেছেন;
তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এর মতন ক্রিকেটের আবদান ভুলে যাবার মতন নয়।
এছাড়া মাশরাফির নেতৃত্বের আবদান বাংলাদেশ ক্রিকেটে অনস্বীকার্য।।
মাশরাফির নেতৃত্বে পথের দিশা খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট।
এছাড়া পাপান সাহেব আগামী চ্যাম্পিয়নস ট্রফিতেও এই পাঁচ ক্রিকেটারের চারজন কে রেখে, বাংলাদেশের দলের রনকৌশল ঢেলে সাজাতে চান। পারফরম্যান্স মুখ্য নয় বরং, তাদের কে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যেতে চান নাজমুল হাসান।

দিতে চান খুব ভালো একটা বিদায়, অন্যন ক্রিকেট বোর্ডের যেমন পাকিস্তানের শোয়েব মালিকের মতন লিজেন্ডারি ক্রিকেটার যেখানে, নিঃসঙ্গে সরে দাড়ানোর সিদ্ধান নিয়েছেন প্রোপার সম্মান না পেয়ে,
সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখতে চান উজ্জল দৃষ্টান্ত। পুরো সম্মানের সাথে বিদায় দিতে চান পন্চ পান্ডবের চারজন কে।
সেজন্য নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবাল কে ফেরাতে উড়ে পড়ে লেগেছে।।
তামিমের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, খুব দ্রুুত তামিম ইকবাল কে, জাতীয় দলের জার্সি তে দেখার আশা তার।
নাজমুল হাসান পাপন যেনো বাংলাদেশ ক্রিকেট কে যারা সফলতার মুখ দেখিয়েছেন তাদের জন্য করলেন কৃতজ্ঞতা প্রকাশ।
ভালোবাসার বদলে ফিরিয়ে দিতে  চান  ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *