ব্রাজিলের গ্যাব্রিয়েলের ম্যাজিক, আর্সেনালের জয়
ব্রাজিলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকার ম্যাচে মাঠে নেমেছিলেন। সে ম্যাচেও খেলার কথা ছিল না তার। এর আগে মুল দলে সুযোগ পেলেও বেঞ্চেই থাকতে হয়েছে তাকে। তবে রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও এর ইঞ্জুরিতে সুযোগ মিলে ব্রাজিলের মুল একাদশে। আর সেখানেই দেখান দারুণ পারফর্মেঞ্চ। মন জয় করেন ব্রাজিলিয়ান ভক্তদের। ইকুয়েডরের বিপক্ষে জয়ে যতটা না ক্রেডিট রদ্রিগোর, এর […]