December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

হাসপাতালে ভর্তি মাশরাফি,লেগেছে ২৭টি সেলাই

অসাবধানতার বসে নিজের বাসায় গুরুতর আহত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার।

নিজের বাসায় অবস্থানকালে একটি কাঁচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাঁচ ভেঙে পায়ের পেছনে অংশে গুরুতর আঘাত পান। পায়ের পেছনের দিকে কাঁচ পড়লে পা কেটে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২৭টি সেলাই দিয়েছেন তার পায়ে। বর্তমানে মাশরাফি ঐ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির পারিবারিক সূত্র স্পোর্টস টাইমসকে জানায়, ‘বাসায় কাচের টেবিলে ধাক্কা লাগে। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সকলের কাছে।’

ঈদের আগে শেষ হওয়া ডিপিএল এ ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ এবার রানার-আপ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *