ইউরোপিয়ান ফুটবলের ইতি টেনে ইতিমধ্যে সৌদি আরবের ক্লাব আল-হিলালে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে তাকে দলে ভিড়িয়েছে আল-হিলাল।পাশাপাশি মৌসুম প্রতি নেইমার বেতন পাবেন ১৬০ মিলিয়ন ইউরো।
ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে নেইমারকে নিয়ে সবধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।ভক্ত-সমর্থকদের সামনে ব্রাজিলিয়ান সুপারস্টারকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দিয়েছে আল-হিলাল।
তবে সবকিছু সম্পন্ন হলেও আপাতত হিলালের জার্সিতে মাঠে নামা হচ্ছেনা নেইমারের, এমনটাই জানিয়েছেন আল-হিলাল কোচ জর্জ জেসুস।
তিনি জানান,চোট নিয়ে নেইমার এখানে এসেছিল।সে এখনো পুরোপুরি ফিট নয়।গার পেশিতে সামান্য সমস্যা রয়েছে। সে কবে মাগাদ স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারবে বা মাঠে নামবে তা এখন বলতে পারছি না।
তবে ক্লাবটির মেডিকেল বিভাগ আশা করছেন, সামনেই আন্তর্জাতিক ফুটবল রয়েছে। ফিফা উইন্ডোর পরে নেইমার মাঠে নামতে পারবেন।
এদিকে ইনজুরিতে থাকা নেইমারকে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন হিলাল কোচ জেসুস।তিনি বলেন,নেইমার এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে তাই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল ভ্রমণ করা তার উচিত হবে না।