October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাস পাবেন শান্ত- তাইজুলরা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইতিহাসগড়া জয় পেয়েছে বাংলাদেশ দল। সিলেটে সাদা পোশাকে কিউইদের ১৫০ হারিয়েছে টাইগাররা। এবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল। তবে তার আগেই ক্রিকেটারদের সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

সোমবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টজয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে ডিনার করেন পাপন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। এসময় বিসিবি বস জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাস পাবে লাল সবুজের প্রতিনিধিরা।

 

সাক্ষাৎকারে পাপনের কাছে জানতে চাওয়া হয় ক্রিকেটাররা বোনাস চেয়েছেন কি না। জবাবে তিনি বলেন, ‘বোনাসের কথা ক্রিকেটাররা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল (বোনাসের কথা)। আমি বলেছি, এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় অ্যামাউন্ট পাবে এটাতে কোনো সন্দেহ নেই।’

 

নিউজিল্যান্ডের পূর্ণশক্তির দলের বিপক্ষে জয়টার মহাত্ম অন্য অনেক কারণেই বেশি। কারণ কিউইদেরকে ঘরের মাঠে প্রথমবার টেস্টে হারের স্বাদ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এছাড়া সিরিজটিতে নেই অভিজ্ঞ তিন ক্রিকেটার তামিম ইকবাল, লিটন দাস ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাদের ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়েই বাজিমাত করেছে স্বাগতিকরা।

 

এদিকে, প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে সিলেটের মাটিতে। যেখানে পুরোপুরি স্পোর্টিং উইকেট দেখা গিয়েছিল। আর সেই মাঠের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার কিউরেটর টমি হেমিং। পাপন তার প্রশংসা করে বলেন, ‘প্রথম ম্যাচটা সিলেটে হয়েছে। সেখানকার উইকেটের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন। সে বিশ্বের সেরাদের একজন। এখানে ব্যাটসম্যান, স্পিনার ও পেসারদের জন্য বাউন্সও ছিল, সবই ছিল। এর আগে কিন্তু কখনো এরকম উইকেট দেখিনি। এটা স্বীকার করতেই হবে।’

 

এদিকে দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। পাপন মনে করেন সিরিজ জিততে হলে ভালো খেলেই জিততে হবে, ‘কিন্তু এখন মিরপুরে, আর এখানকার মতো আনপ্রেডিক্টেবল উইকেট আর নেই। সুতরাং সিরিজ জেতার জন্য দুটো অপশন একটা খেলে জিতে যাওয়া। আরেকটা হলো ড্র। ওটাই বললাম যে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিরপুরের উইকেট ১ বছর ব্রেক দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা তো ১ মাসও ব্রেক দেওয়ার সুযোগ পাচ্ছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *