October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

মাঠ থেকেই বিদায় হোক সাকিব-তামিমদের!

শেষবারের মতো ২০২০ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাবেক এক কাপ্তানকে।চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মাশরাফি,অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও সফল এই অধিনায়ক। 

শুক্রবার বিপিএলের সিলেট পর্বে মাঠে নামার আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানে অবসর প্রসঙ্গ আসলে তিনি জানান, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন না তিনি। এমনকি বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশাও করেন না। তবে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান তিনি।

মাশরাফি বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত। ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *