October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান

গতকাল নাটকীয়ভাবে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের  হারার পর ইতিমধ্যেই এবারের এশিয়া কাপের ফাইনালের দুই দল চূড়ান্ত হয়ে গেছে।আগামী ১৭ই সেপ্টেম্বর কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

তবে তার আগে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।যদিও ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারত ও বাংলাদেশ কেউ কাউকে একবিন্দুও ছাড় দিতে চাইবে না। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচের প্রতি দর্শকদের আলাদা আকর্ষণ রয়েছে। কারণটাও স্বাভাবিক। আগে যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হতো, তখন কোনো প্রকার পাত্তাই পেত না টাইগাররা। তবে গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে লড়াই করেই জিততে হচ্ছে ভারতকে। আর গত বছর তো বাংলাদেশে এসে সিরিজও হেরে গিয়েছে ভারত।

 

এমন এক লড়াইয়ে এবারও চোখ থাকবে সবার। চলতি এশিয়া কাপে বাজে পারফর্মেন্স করতে থাকা বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে মুখোমুখি হয়ে কেমন করে এটাই দেখার বিষয়।

 

মাঠে নামার আগে জেনে নেয়া যাক ওয়ানডেতে এই দুই দলের পরিসংখ্যান কেমন?

 

ওয়ানডে ক্রিকেটে এই দুই দলের ৪০তম সাক্ষাৎ এবার। আগের ৩৯ দেখায় অনেক এগিয়ে আছে ভারত। ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৭ ম্যাচে। একটি ম্যাচ হয়েছে বাতিল। আর এশিয়া কাপে সব ফরম্যাট মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছে ১৪ বার। যেখানে কেবল একবারই জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ২০১২ সালে শচীন টেন্ডুলকারের শততম শতকের ম্যাচে এসেছিল সেই জয়টি।

 

জয়ের পাশাপাশি দলীয় সর্বোচ্চ রান এবং ব্যক্তিগত রানেও এগিয়ে ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্যে দলীয় সর্বোচ্চ রান ভারতের ৪০৯। সে ম্যাচে ইশান কিষানের ব্যাট থেকে এসেছিল ডাবল সেঞ্চুরি। আর ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ৩০৭। তবে একদিকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ উইকেট পেয়েছেন টাইগার অধিনায়ক। আর বাংলাদেশের বিপক্ষে ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি অজিত আগারকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *