December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

ব্রাজিলের কোচের পদ থেকে সরানো হলো দিনিজকে

একদিন আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছিল এনদালদো রদ্রিগেজকে। তার ফেরার পরপরই ছাঁটাই হলেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।

 

সিবিএফ সূত্রের বরাত দিয়ে দিনিজের ছাঁটাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

 

এদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাউলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।

 

৪৯ বছর বয়সী দিনিজ, যিনি ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্বও পালন করছিলেন। সমর্থকদের আশা ছিল দিনিজের অধীন ফিরে আসবে ব্রাজিলের চিরায়ত ‘সাম্বা ফুটবল’ও; যদিও দায়িত্ব নেওয়ার পর তার অধীন মোটেই ভালো খেলতে পারেনি ব্রাজিল। তার অধীন খেলা বাছাই পর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচে এবং ড্র করেছে এক ম্যাচে। মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি।

 

এদিকে ডোরিভালকে ব্রাজিল কোচ হিসেবে চাইলেও সাও পাওলো নাকি তাকে যেতে দিতে নারাজ।

 

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, তারা নিজেদের কোচকে বিনা টাকায় যেতে দিতে চায় না। এমনকি ডোরিভালের চুক্তি বাতিলের জন্য সিবিএফের কাছ থেকে তারা নাকি ৯ লাখ ২০ হাজার ডলার ফিও দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *