আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সবধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। গত ১১ই আগস্ট সাকিব আল হাসানকে ওয়ানডের অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।পরের দিন ১২ই আগস্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের জন্য ১৭ সদস্যদের নাম ঘোষণা করেছেন।
যার ফলে আজ থেকে মিরপুরে শুরু হওয়ার কথা ছিলো খেলোয়াড়দের মূল অনুশীলনের কাজ।সেই উপলক্ষে রবিবার সকাল সকাল মিরপুরে এসে পৌঁছেছিলেন ক্রিকেটার,কোচ ও অন্যান্য স্টাফরা।
তবে সকাল থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় মাঠে এসেও ক্রিকেটাররা অনুশীলন করতে পারেনি।
তবে অনুশীলন না করতে পারলেও সেই সময়টা অপচয় হতে দেননি প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। বৃষ্টির সেই সময়টাতে বিসিবি ভবনে টাইগারদের নিয়ে বৈঠক করেন লঙ্কান এই মাস্টারমাইন্ড।ক্রিকেটারদের পাশাপাশি দলের কোচিং স্টাফরাও সেই মিটিংয়ে অংশ নেন।
এরপর বিকেলের দিকে বিসিবি থেকে রবিবারের অনুশীলন আর না হওয়ার ঘোষণা দিলে খেলোয়াড়দের কেউ কেউ জিমনেসিয়ামে,কেউ আবার ইনডোরে সময় দিয়েছেন।
দ্বিতীয় দফায় নিয়োগপ্রাপ্ত অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জন্সিকেও এদিন মাঠে দেখা যায়। খেলোয়াড়দের সঙ্গে কোচের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি।আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি।এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের মনোবিদ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জন্সি।