ব্যাটিং, বোলিং সব বিভাগেই ইংল্যান্ডকে টেক্কা দিল আফগানিস্তান। স্কোরবোর্ডে বড় রান তোলার পর আফগান স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স। ঘটে গেলো এ বারের টুর্নামেন্টের প্রথম অঘটন। তবে নিজেদের যোগ্যতা দিয়েই ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে এক বল বাকি থাকতে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। সেই রানের জবাবে ইংল্যান্ড থেমেছে ২১৫ তে। অর্থাৎ, ৬৯ রানের বড় ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়নদের হারালো আফগানরা।
রান তাড়ায় শুরুতেই বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। এরপর জো রুট ও ডেভিড মালান মিলে গড়েন ৩০ রানের জুটি। ব্যক্তিগত ১১ রানে ফেরেন রুট। মালান করেন ৩২ রান। এরপর হ্যারি ব্রুক একপাশ আগলে রেখে খেললেও বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে ব্যস্ত। বাটলার (৯), লিভিংস্টোন (১০), সাম কারান (১০) সবাই এদিন ব্যর্থ। শেষের দিকে আদিল রশিদ, মার্ক উর্ডরা ছোট ছোট ইনিংস খেললেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলোনা। রশিদের ব্যাটে আসে ২০ রান। উর্ড করেন ১৮। ইংলিশদের হয়ে ব্রুক সর্বোচ্চ ৬৬ রান করেন। শেষ পর্যন্ত ৪১তম ওভারে ২১৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
আফগানদের পক্ষে মুজিব ও রশিদ সর্বোচ্চ তিনটি করে উইকেট লাভ করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে আসে ১১৪ রান। গুরবাজ ব্যক্তিগত করেন ৮০ রান। মিডল অর্ডারে ইকরাম আখিলের ব্যাটে আসে ৫৮ রান। শেষের দিকে মুজিবের ঝড়ো ২৮, রশিদ খানের ২৩ রানের ওপর ভর করে এক বল বাকি থাকতে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।
ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।