লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা।কাতার বিশ্বকাপের পর চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলটি যেখানে প্রতিটি ম্যাচই জিতেছে। ফলে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে তারা বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী শুক্রবার ভোর সাড়ে ৬টায় মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।
বেশ কিছু কারণে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণায় দেরির কথা জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা বলছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার স্কোয়াড :
লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।