চলতি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের আসর৷ আসন্ন বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য টাইগার যুবাদের। সে লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে বিশ্বকাপের দল ঘোষণা করেন যুব দলের প্রধান নির্বাচক হান্নান সরকার।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল :
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহান্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বর্ণ, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ রোহানতৌদ্দৌলা বর্ষণ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই : নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।