- অবশেষে জানা গেলো বিপিএলের ৭ টি দলের ক্যাপ্টেনের নাম।যেখানে ফরচুন বরিশালের ক্যাপ্টেন হলেন খান সাহেব তামিম ইকবাল।সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।যদিও প্রথম ফটোশ্যুটে আজ তার পরিবর্তে
দেখা যায় মিথুন আলীকে।এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে শুভাগত হোমের নাম।বাকি ৩ দলের ৩ ক্যাপ্টেন তিন উইকেট কিপার ব্যাটার।সফলতার সাথে সমাপ্তি ঘটেছে ইমরুল কায়েসের অধ্যায়।আর তার পরিবর্তে কুমিল্লার ক্যাপ্টেন হয়েছেন লিটন কুমার দাস।রংপুর রাইডার্সে সাকিব আল হাসানদের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্স। আর খুলনার ক্যাপ্টেন এনামুল হক বিজয়।