December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত:-

বাংলাদেশের ক্রিকেটের স্বীকৃত সমর্থকগোষ্ঠী BCSA এর নির্বাচন সম্পন্ন হয়েছে গত শুক্রবার।
২০১৫ সালে সরকার থেকে বেসরকারি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট নিয়ে দেশ ও বিদেশে প্রচার প্রচারণাসহ সবধরনের সমর্থনের উদ্দেশ্যে,
২৩ মে ২০১৩ সাল থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (তৎকালীন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সোসাইটি) বিসিএসএর পথচলা। ২১ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে গঠিত হওয়া এই সংগঠনটি এখন প্রায় হাজারো সদস্যের পদচারণায় মুখরিত। প্রায় এক দশকের পথচলায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে দারুণ সব কাজ করেছে এই সংগঠনটি। ক্রিকেট খেলাটার সাথে সমর্থকদের সম্পর্কের সংজ্ঞা নতুন করে দিয়েছে এই সংগঠনটি। বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বিসিএসএ।


এবারের নির্বাচনে,সভাপতি হিসাবে জুনায়েদ পাইকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন সহ সভাপতি তানভীর আহমেদ ও জাহিদুর রহমান চৌধুরীও।
সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সারফুদ্দিন আহমেদ সাজু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন শিহাব আহসান খান। নির্বাচিত হয়ে কমিটির কোষাধ্যক্ষ হন নিশাত জাহিদ।
নির্বাচিত হয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন খোরশেদ মাদবর আলমগীর, ইমরান খান ও মাহমুদুল হাসান শুভ।
এই কমিটি দায়িত্ব পালন করবেন ২০২৪ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *