“অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে সাক্ষরিক হয়েছে বাংলাদেশ! ধর্মঘটে হাসপাতালে পৌঁছেছে টাইগাররা, মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে দলটি একসঙ্গে খেলার দিকে তানাতানি করছে।
ম্যাচটি সুপার সিক্সের হলেও এটি হবে দুই দলের জন্যই কার্যত কোয়াটার ফাইনাল! ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে ভারতের সঙ্গী হতে হবে কারা, এটি নির্ভর করবে এই ম্যাচের ফলাফলে। মাহফুজুর রহমান রাব্বির পক্ষ থেকে টসে জয় লাভ করেছে বাংলাদেশ, এবং তিনি আগেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
আজ শনিবার, দক্ষিণ আফ্রিকার বেননিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ! স্থানীয় সময়ে সকাল ১০টা, অর্থাৎ বাংলাদেশ সময়ে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
সেমিতে পাওয়ার জন্য বাংলাদেশকে শুধু হারালেই হবে না, তাদের ছাড়িয়ে যেতে হবে নেট রান রেটেও! বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮, আর পাকিস্তানের ১.০৬৪। তাদের ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তানের দেওয়া লক্ষ্য টপকাতে হবে। ৩০০ রানের লক্ষ্য হলে ৩৯.৩ ওভারে ম্যাচ জিততে হবে! একইভাবে, পাকিস্তান ২৫০ রান করলে ৩৯ ওভারে, এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভারে জয় পেতে হবে বাংলাদেশকে।”