December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

ধারাবাহিকভাবে প্রতি বছরই পুরুষ ও নারীদের ক্রিকেটের তিন সংস্করণে বর্ষসেরা একাদশ ঘোষণা করে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এবারের ঘোষিত একাদশে পুরুষদের বিভাগে বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকলেও নারীদের ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার নাহিদা আক্তার।

 

২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে নাহিদার। এই বছরে ১৬.৩ স্ট্রাইকরেটে নাহিদা শিকার করেছেন মোট ২০ উইকেট। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। চলতি বছর তার শিকার ২১ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নভেম্বর মাসে আইসিসি কর্তৃক সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন নাহিদা।

 

নারীদের বর্ষসেরা এই ওয়ানডে দলে উপমহাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন নাহিদা। ভারত কিংবা পাকিস্তানের কেউই জায়গা করে নিতে পারেননি এই একাদশে। সর্বোচ্চ ৩ জন করে খেলোয়াড় আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন ও শ্রীলংকা, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে একজন করে।

 

ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ

 

চামারি আথাপাত্তু (শ্রীলংকা), বেথ মুনি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), সোফি ডিভাইন (অধিনায়ক, নিউজিল্যান্ড), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), নাট সাইবার-ব্রান্ট (ইংল্যান্ড), মারিজেন ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যান্নাবেল সাথারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), নাহিদা আক্তার (বাংলাদেশ) ও লিয়া তাহুহু (নিউজিল্যান্ড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *