October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

ফেসবুকে কি বার্তা দিলেন তামিম ?

গতকাল দিনভর নানান নাটকীয়তার পর রাত সাড়ে আটটার দিকে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। চমক হিসেবে সেই দলে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের। এ নিয়ে বিসিবির উপর ক্ষুব্ধ তামিম ভক্তরা।

 

বিসিবি থেকে বলা হয়েছে, তামিম খেলার জন্য পুরোপুরি ফিট নন। তাই তাকে দলে রাখা হয়নি।

 

এদিকে দল ঘোষণার পরদিন ফেসবুকে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন তামিম। যেখানে তিনি বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশ্যে ভারতে রওনা দেওয়ার পর ফেসবুক লাইভে এসে বিগত কয়েকদিনে যা ঘটেছে তা নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে চান।

ফেসবুকে তামিম জানান, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

 

গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *