আবারও আরেক সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের পেসার এ নিয়ে তৃতীয়বারের মতো বাবা হলেন। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যাসন্তান। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে আবারও বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেন তাসকিন নিজেই।
সেই স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিনের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয়। গত বছরের এপ্রিলে কন্যাসন্তানের বাবা হন তাসকিন। এবার ঘর আলো করে এল আরও এক কন্যাসন্তান।