৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের।এদিকে আগামী ৮ই অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ভারত। তবে তার আগেই দু:সংবাদ পেলো মেন ইন ব্লুজরা। দলটির দারুণ ফর্মে থাকা ব্যাটার গিলকে প্রথম ম্যাচে না পাওয়া যেতে পারে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবারের ম্যাচে অনিশ্চিত দলের অন্যতম কান্ডারি ওপেনার শুভমান গিল। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মারাত্মক জ্বর হয়েছে শুভমানের। সম্ভবত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন র্যাঙ্কিংয়ের শুরুর দিকে থাকা এই ব্যাটার।
বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘চেন্নাইয়ে নামার পর থেকেই মারাত্মক জ্বরে ভুগছেন গিল। শুক্রবার তার ডেঙ্গু পরীক্ষা করা হবে এবং উদ্বোধনী ম্যাচে খেলবেন কি না সেই সিদ্ধান্ত এদিনই নেওয়া হবে।’
সাধারণ ভাইরাস জ্বর হলে রবিবারের ম্যাচে পাওয়া যেতে পারে শুভমানকে। তবে ডেঙ্গু হলে সেটি সম্ভব নয়। ডেঙ্গু থেকে একেকজনের সেরে উঠতে একেক সময় লাগলেও সেক্ষেত্রে ৭ থেকে ১০ দিন চলে যায় ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে।
শুভমান না খেললে সেক্ষেত্রে তার জায়গা নিতে পারেন ইশান কিশান।
২০২৩ সালে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান। ৭২.৩৫ গড়ে স্ট্রাইকরেট ১০৫ এর বেশি রেখে ১ হাজার ২৩০ রান করেছেন এই ওপেনার