অবিশ্বাস্যভাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ রানে জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করে ৬ উইকেটে ৪০১ রানের বিশাল পুঁজি গড়ে কিউইরা। জবাবে পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর মাঠে ফেরা হয়নি দুই দলের।
পাকিস্তানের এই জয়ে সেমির স্বপ্ন বেঁচে রইলো তাদের। তবে ম্যান ইন গ্রিনদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এনিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিলো প্রোটিয়ারা।
সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের উপরে আছে কেবল ভারত। সাত ম্যাচের সবকটিতে জেতায় পূর্ণ ১৪ পয়েন্ট রয়েছে শীর্ষে থাকা দলটির ঝুলিতে।
অন্তত ১২ পয়েন্ট অর্জনের সুযোগ আছে দুটি দলের, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। কিন্তু নিউজিল্যান্ড ও পাকিস্তানের কেবল একটি করে ম্যাচ বাকি থাকায় তাদের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে উঠেছে প্রোটিয়ারা।
তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট সাত ম্যাচে ১০। সমান ম্যাচ খেলে ছয়ে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৮। আটটি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়েই নেট রান রেটের হিসাবে নিউজিল্যান্ড ও পাকিস্তান আছে যথাক্রমে চারে ও পাঁচে।