তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
পাকিস্তানের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শারমিন সুলতানার উইকেট হারালেও মুর্শিদা খাতুন ও সোভানার ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। মুর্শিদা ২৩ ও সেভানা করেন ২০ রান। তবে বাংলাদেশের জয়ে বড় অবদান অধিনায়ক নিগার সুলতানা জোতির। ৩টি চারের সাহায্যে সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে চট্টগ্রামে এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জোতি। ইনিংসের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ১৬ রানে প্রথম ও ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর নিদা দার ও বিসমাহ মারুফ মিলে গড়েন ৩১ রানের জুটি। নিদা দার করেন ২০ রান। মারুফের ব্যাটে আসে ১৪ রান। দলীয় ৫৬ রানে এই দুজন আউট হলে শেষের দিকের ব্যাটাররা আর কেউ সুবিধা করতে পারেনি। শেষ দিকে নাটালিয়া পারভেজের ১৫ রানে ভর করে ২ বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশিদের হয়ে নাহিদা আক্তার একাই পাঁচটি উইকেট লাভ করেন।
আগামী ২৭শে অক্টোবর একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।