কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক নাফিসা কামাল এক ইন্টারভিউতে বলেছিলেন, রেভিনিউ শেয়ার না করলে বিপিএল থেকে সরে দাঁড়াবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ড অফিশিয়াল দফায় দফায় প্রেস ব্রিফ করেছন। গতকাল বিসিবি সিইও কথা বলেছিলেন আজ একই সুরে কথা বলেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং বডির সদস্য ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন,‘দেখুন সুজন ভাই তো গতকাল বলেছে, আমি তার উত্তর টা দেখেছি।আমরা রেভিন্যিউ শেয়ারে যাবো কি যাবো না এটা বোর্ডের সিদ্ধান্ত।বোর্ড থেকে আমাদেরকে একটা গাইড লাইন দিয়ে দেয়।আমরা কিন্ত ওটাই ফলো করে টুর্নামেন্ট চালানোর চেষ্টা করি।আপনি যদি এটার হিস্ট্রিতে ফেরত যান
আপনি দেখবেন প্রথম বছর রেভিন্যিউ শেয়ারের
মডেলের একটি সিস্টেম ছিলো।এটা কিন্তু আমাদের জন্য কার্যকরী হয়নি।আপনারা জানেন অনেক রকম অনিয়ম ছিলো।প্লেয়ার্স পেমেন্ট হতো না।’
তবে হ্যাঁ বোর্ড অবশ্যই রেভিনিউ শেয়ার করবে, তবে শর্ত হলো অন্যান্য ফ্রাঞ্চাইঝি লিগ গুলো যেভাবে মোটা অংক ফ্রাঞ্চাইঝি ফি নেয় সেভাবে যদি বিপিএল ফ্রাঞ্চাইঝি গুলো দেয় তাহলে অবশ্যই রেভিনিউ শেয়ার করবে বলে জানান বিসিবির এই পরিচালক!