December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট

নতুন কৌশলে ভরতকে হারাতে চান মিরাজ

আসছে ডিসেম্বরের প্রথম দিনেই ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সেই সিরিজের আগে নিজেদের প্রস্তুত করে নিতে গতকাল (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) ওয়ানডে সংস্করণ। আর সেখানে প্রথম ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৮০-৩০০ রান দরকার।

বিসিবি নর্থ জোনের হয়ে এদিন মিরাজ ব্যাট হাতে ২৫ রানের পর বল হাতে নেন ৫ উইকেট। এরপর সাভারের বিকেএসপির মাঠে এই অলরাউন্ডার কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও।

এ সময় অলরাউন্ডার মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ২৮০-৩০০ করতে হবে তবেই তো বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, মাশাল্লাহ। বড় ইভেন্টে ২৫০ আসলে নিরাপদ না। ২৭০-৮০ বা ৩০০ করতে হবে। এ জন্য অবশ্যই ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ নিতে হবে। ওপেনিং থেকে পাঁচ নম্বর পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাহলেই ২৮০-৩০০ করা সম্ভব।’
রোহিত শর্মার দলের বিপক্ষে মিরাজ তার ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি যখন খেলি আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেই পছন্দ করি। যেহেতু সামনে ভারতের সাথে আন্তর্জাতিক ম্যাচ আছে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। যে ঘাটতিগুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করতে হবে। ম্যাচ শেষ হল, এরপর অনুশীলন করবো, কোচের সাথে কথা বলবো কোথায় কাজ করতে হবে। তাহলে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতি করতে পারবো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *