অনেক জল্পনা-কল্পনার পর শনিবার অবশেষে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।যেখানে দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের।বিগত বেশ কিছুদিন ধরে সৌম্য সরকারকে নিয়ে কোচদের সিরিয়াসনেস লক্ষ্য করা গেলেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি তার।নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন সম্প্রতি শেষ হওয়ায় ইমার্জিং এশিয়া কাপে দারুন পারফর্ম করা তরুন ওপেনার তানজিদ আছেন তামিম।পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শেখ মাহেদিকে রাখা হয়েছে এই দলে।সর্বশেষ গত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলছিলো মাহেদী।এরপর দল থেকে বাদ পড়েন তিনি।গত মার্চে আয়ারল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়া স্পিনার নাসুম আহমেদ ফিরেছেন এই দলে।এছাড়া বাকি নাম গুলো অনুমেয়ই ছিল।
১২ই আগস্ট শনিবার সকাল দশটার দিকে সংবাদ সম্মেলন করে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।এ সময় তার সঙ্গে ছিল আরো দুই নির্বাচক হাবিবুর বাসার সুমন ও আব্দুর রাজ্জাক রাজ।
তবে সংবাদ সম্মেলনে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করলেও স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নাম ঘোষণা করেনি বিসিবি।দল ঘোষণার প্রায় দুই ঘন্টা পর এক বিবৃতির মাধ্যমে তিন সদস্যের স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে থাকছেন তাইজুল ইসলাম,তানজিম হাসান সাকিব ও সাইফ হাসান।
আগামী ৩১ই আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ।
ক্রিকেট
বাংলাদেশ
দল ঘোষণার ২ ঘন্টা পর স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নাম প্রকাশ
- August 12, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago