December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

তুই ১০০০০ রান করে এভাবে কেক খাওয়াবি

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৬৮তম রান নেওয়ার মাধ্যমে এই মাইলফলকে পৌঁছান মুশফিক। এই কীর্তি উদযাপন করেছে বাংলাদেশ দল।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ ক্রিকেটে দলের ম্যানেজার নাফিস ইকবাল কেক কেটে মুশফিকের পাঁচ হাজার রান উদযাপনের আয়োজন করেন।

তখন মাহমুদুল হাসান জয়কে কেক খাওয়ানোর সময় মুশফিক বলেন, ‘তুই আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। আমি আশা করি, তুই পাঁচ হাজার না, ১০ হাজার রান করবি। তখন তুই এভাবে আরেকজনকে কেক খাওয়াবি। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *