একের পর এক প্রেস কনফারেন্স, একের পর এক নতুন গুঞ্জন। তামিম ইকবাল কে নিয়ে গত কয়েক মাস ধরে এমনটাই চলছে দেশের ক্রিকেট মহলে। মাঠের বাহিরে সবচেয়ে আলোচিত বিষয়ও এটি। নানা সময়ে কয়েকবার বোর্ডের সাথে মিটিং করলেও, তামিম বরাবর অটল নিজ সিদ্ধান্তে, জাতীয় দলে ফিরবেন না তিনি। তবে, এবার কিছুটা শিথিল হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে আকাশে বাতাসে। দেশের এক শীর্ষ সংবাদ মাধ্যমের বরাতে শুনা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে রাজি হয়েছেন খান সাহেব। যদিও, সেখানে কিছু শর্তও আছে তার। তবে, আপাতত তার ফিরতে চাওয়াটাই বড় করে দেখছেন সবাই।
তামিমকে ফিরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা চালাচ্ছে। দফায় দফায় তার সাথে এই নিয়ে কথাও হয়েছে। সেখানে টাইগার সাবেক কাপ্তান নিজের যায়গা পরিষ্কার করে দিয়েছেন আগেই। তার অভিযোগ ছিল কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে। এই নিয়ে তিনি কিছুদিন আগেও না ফিরার ইঙ্গিত দিয়েছেন। তবে, দেশের ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে, তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। তবে, প্রশ্ন টি টোয়েন্টি থেকে অবসর নিলেও, বাকি দুই ফরম্যাটেই কি রাজি তিনি? সেই বিষয়েও ওই প্রতিবেদনে বলা হয়েছে,
বয়সের ভারের পাশাপাশি এই ফিটনেস নিয়ে আপাতত টেস্টে ফিরতে ইচ্ছুক না দেশ সেরা ব্যাটার। পাঁচ দিনের টেস্টে তাকে দেখার সম্ভবনা খুব কম। সেক্ষেত্রে ৫০ ওভারের ম্যাচে দেখা যেতে পারে তাকে। তবে, তার দেওয়া শর্ত হলো যদি, তাকে ফেরানো হয় তাহলে যেন পূর্ণ স্বাধীনতা ও সম্মান দিতে হবে ড্রেসিংরুমে। কেননা, তার বরাবর অভিযোগ কোচ হাথুরুসিংহে, তাকে সেটা দিতে চায় না।
আর এসব মানতে পারলেই আবারও জাতীয় দলে ফিরবেন তিনি।
এদিকে, এসবের মাঝে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তও কথা বলেছেন এই বিষয়ে। তিনি মনে করেন তার দলে তামিম ফিরলে সেটা হবে বড় পাওয়া তরুনদের জন্য। তাই ব্যক্তিগত ভাবে দেশ সেরা ওপেনারকে দলে চান তিনি। তাছাড়া, তামিমের সাম্প্রতিক পার্ফমও তার পক্ষেই কথা বলছে। চলমান ডিপিএলের পাশাপাশি গেলো বিপিএলেও দারুণ পার্ফম করেছেন তিনি। তাই ভক্তদের চাওয়া এখনই ফিরুক লাল সবুজের হয়ে।