October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
বিপিএল

ঢাকা ডমিনেটর্সের নেতৃত্বে নাসির,ডেপুটি তাসকিন!

আগামীকাল (৬ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর। তার আগে আজ (৫ জানুয়ারি) নিজের দলীয় অধিনায়ক ঘোষণা করেছে ঢাকা ডমিনেটর্স। দলটিকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার নাসির হোসেন।
প্লেয়ার বিবেচনায় খুব একটা শক্ত দল গঠন করতে পারেনি ঢাকা,তবে দলে আছে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কিছু খেলোয়াড়। যাদের মধ্যে নাসির হোসেন অন্যতম,তার কাধেই পরেছে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ভার।
নাসিরকে সহায়তার করতে সহ অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন দলটির বোলিং আক্রমণের অন্যতম একজন।
ঢাকা ডমিনেটর্সের কোচ হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাস।
নাসির, তাসকিন ছাড়াও ঢাকা ডমিনেটর্স এর হয়ে মাঠে নামবেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, অলক কপালি, আরিফুল হকরা।
বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটার রবিন দাস, পাকিস্তানের শান মাসুদ, আফগানিস্তানের উসমান গনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *