Lকাতার বিশ্বকাপ ২০২২ এ ৩৬ বছর স্বপ্নের কাপ ঘরে তোলে আর্জেন্টিনা,কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রায় এক মাস হতে চলছে। এই এক মাস ধরেই বেশ গুঞ্জন চলছে আর্জেন্টিনা দল বাংলাদেশে আসতে পারে।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। মেসিদের ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার মেসিদের প্রতিপক্ষ নিয়ে এখনো কাজ শুরু করেনি বাফুফে। আগে মেসিদের আমন্ত্রণ নিশ্চিত নিয়ে কাজ করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’