October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
বাংলাদেশ

কাতার বিশ্বকাপে আয় ৫৭ হাজার কোটি টাকার বেশি!

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো কাতারে হতে যাওয়া এ বিশ্বকাপ থেকে বিশাল অঙ্কের আয় হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি।

এসময় বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের থাকা ও ভালোভাবে খেলা উপভোগের ব্যাপারে তৎপর থাকার কথা জানান নাসের আল খাতেন। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

নাসের আল খাতের বলেছেন, ‘ফিফার অনুমান অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ থেকে আয় হবে ৬ বিলিয়ন ডলার।’

শুরুতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছিল ২১ নভেম্বর, সোমবার। সেটিকে এখন একদিন এগিয়ে আনা হয়েছে ২০ নভেম্বর, রোববারে। এর পেছনে বিশ্বকাপের স্টেকহোল্ডারদের আগ্রহের কথা জানিয়েছেন নাসের আল খাতের।

তার ভাষ্য, ‘বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।’ উল্লেখ্য, বিশ্বের সিংহভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *