করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। খেলবেন না চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।
চট্টগ্রামে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন। তবে দলের সাথে যোগ দিতে পেরে ছিলনা জাতীয় দলের অলরাউন্ডার সাকিব।
তবে জানা গেছে, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। যে কারণে দুই দিনের ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আগামী ১১ মে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের।
কিন্তু হঠাৎ করেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘সাকিবের দুইবার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফলাফল এসেছে। এখন সে আইসোলেশনে থেকে সেরে উঠার প্রক্রিয়া সম্পন্ন করবে এবং পুনরায় তার করোনা পরীক্ষা করা হবে। প্রথম টেস্ট থেকে সাকিব ছিটকে গেছে।’
সাকিব ছিটকে গেলেও তার বদলি হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেননি নির্বাচকরা। ইঞ্জুরির কারণে এই টেস্টে নেই আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সাকিবের ছিটকে পড়া দলের জন্য বড় ধরনের দুঃসংবাদ
বাংলাদেশের মাটিতে লঙ্কানরা খেলবে দুটি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল ফিরবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।