December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

কবে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা? সেলেসাওদের ব্যাস্ততাময় ২০২৪!

কবে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা? সেলেসাওদের ব্যাস্ততাময় ২০২৪!

২০২৩ সালের যাত্রাটা ভালো যায়নি। যে বছরটাতে ব্রাজিলের জয়ের চেয়ে হারের সং্খ্যাই ছিল বেশি। দুই আফ্রিকান দলের কাছে হারতে হয়েছে। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক হারে নেমে গেছে পয়েন্ট তালিকার ছয়ে। নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ব্রাজিল দল৷ তবে সেখান থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাড়িয়েছে তারা।

২০২৪ সালে মাত্র দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল দল। সেই দুই ম্যাচেই বেশ ভালো প্রদর্শন করেছে তারা। মার্চে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে জয় পায় ব্রাজিল দল। এরপর স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। নতুন বছরে নতুন কোচের অধীনে সম্ভাবনাময়ী শুরু ব্রাজিল দলের। তবে এই বছরের মুল চ্যালেঞ্জ শুরুই হয়নি ব্রাজিলের।

এই বছর ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকা। শেষ আসরে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারাতে হয়েছিল ব্রাজিলের। শিরোপা পুনরদ্ধারের মিশনে এবার যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবে তারা। সেখানে গ্রুপ অফ ডেথে আছে ব্রাজিল দল। অবশ্য সে যাত্রায় নামার আগে দুটি বড় ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল।

কোপা আমেরিকায় নামার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে কনকাকাফের দুই পাওয়ার হাউজ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে। কোপা আমেরিকার প্রস্ততি স্বরুপ এই দুটি প্রস্ততি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে ৮ জুন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। ৪ দিন বিরতি দিয়ে ১৩ জুন সকাল ৫ টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচই ব্রাজিল খেলবে আমেরিকার মাটিতে।

এরপর ২৫ জুন শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার আসর। সে আসরের শুরুর ম্যাচে কোষ্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল। বাংলাদেশ সময় সকাল ৭ টায় হবে সে ম্যাচ। তিন দিন বিরতি দিয়ে ব্রাজিল মাঠে নামবে নিজ মহাদেশীয় দল প্যারাগুয়ের বিপক্ষে। সে ম্যাচটিও হবে সকাল ৭ টায়। একই সময়ে গ্রুপের শেষ ম্যাচ খেলতে ব্রাজিল মাঠে নামবে ৩ জুলাই। সে ম্যাচে লুইজ দিয়াজের শক্তিশালী কলম্বিয়ায় বিপক্ষে খেলবে ব্রাজিল। যাদের সাথে সর্বশেষ লড়াইয়ে হেরে যায় ব্রাজিল দল।

এরপর কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩ ম্যাচ খেলতে পারবে ব্রাজিল দল। সেই টুর্নামেন্ট শেষ করে এই বছর ব্রাজিল খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই তিন মাসে মোট ৬ ম্যাচ খেলবে ব্রাজিল দল। এই ৬ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি, পেরু, ভেনিজুয়েলা, উড়ুগুয়ে।সব মিলিয়ে ব্যাস্ত সময়ই এই বছর পার করবে নেইমি বাহিনী। এবার দেখা যাক, সেখানে তারা নিজেকে প্রমাণ করতে পারেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *