রবিবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের এশিয়া কাপের। ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জার হার উপহার দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব বরণ করলো ভারত।
এবারের এশিয়া কাপের ফাইনালে প্রাইজমানি ছিলো ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা।এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২ লাখ মার্কিন ডলার বা প্রায় ২ কোটি টাকার বেশি। পক্ষান্তরে রানারআপ দল শ্রীলঙ্কা পেয়েছে ১ লাখ মার্কিন ডলার বা ১ কোটি টাকার কিছু বেশি।
আসরে ষষ্ঠ দল বাদে বাকি দলগুলোর জন্যও অর্থের বরাদ্দ ছিলো।নেপাল যেহেতু ষষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তাই তাদের জন্য ছিলোনা কোনো প্রাইজমানি।
সুপার ফোরে তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৬২ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ লক্ষ টাকা। চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে প্রায় ৩২ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৫ লক্ষ টাকা। আর পঞ্চম অবস্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার বা প্রায় ১৩ লক্ষ টাকা।
এবারের এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই ছিলো বৃষ্টির বাগড়া।তাই ম্যাচ চলাকালে কঠোর পরিশ্রম করতে হয়েছে লংকান মাঠকর্মীদের।তাই এশিয়া কাপ শেষে এসিসির পক্ষ থেকে তাদেরকেও মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে।