ফুটবল যেমন প্রেমিকার মতই রোম্যান্স ছড়ায়, তেমনি বেঈমানী প্রেমিকার চেয়েও অনেক বেশি নিষ্ঠুরও হয়।
কিন্তুু তাই বলে কি এতটাই নিষ্ঠুর হতে হয়?
ফুটবল এতটাই নিষ্ঠুর যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কে, লড়াইয়ে নামতে হবে ছোট বেলার আইডিওলের সঙ্গে।।
যাকে ঘিরে ফুটবলার হবার সপ্ন বুনছেন, যার ছবি বুকে নিয়ে রাতের পর রাত সপ্ন একেছে ওই দুই নিষ্পাপ চোখে,
অথচ এই বেলায় তার সপ্ন ভাঙতেই নিজের সবটা উজাড় করে দিবেন ফরাসি বয় কিলিয়ান এমবাপ্পে!!
ভাবা যায়!
আগামী ৬ তারিখ ইউরোর হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পূর্তগাল ফ্রান্স।
তবে এই ম্যাচের ট্যাগলাইন টা পূর্তগাল ফ্রান্স লড়ায় বদলে এমবাপ্পে-রোনালদো লড়ায় বোধহয় ভালো হবে।
ইউরোর মঞ্চ এই দুই ফুটবল তারকা শেষবার মুখোমুখি হচ্ছেন।
হারলে সপ্ন ভঙ্গ জিতলেই, সপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ, এমবাপ্পে-রোনালদো দুইজনের সামনেই।।
তবে পূর্তগাল হারলেই ইউরো থেকেই সারাজীবনের জনঢ় বিদায় ঘন্টা বেজে যাবে এক ফুটবল রাজপুত্র রোনালদোর।
রোনালদোর শুকনো মুখে, মলিন চেহারায় বিদায় যাত্রা অবশ্যই দেখতে চাইবে না ফুটবল ভক্তরা।।
মুদ্রার ওপারে কিলিয়ান এমবাপ্পের বয়স বিবেচনা আর কয়েকটা ইউরো খেলার সুযোগ থাকলেও, ক্যারিয়ারে অধরা শিরোপা এবারই জিততে চাইবেন।
কেননা বিশ্বকাপ ট্রফি জিতলেও জেতা হয়নি ইউরো, চ্যাম্পিয়নশীপ।
শেষ বার এমবাপ্পের পেনাল্টি মিসে ইউরো সপ্ন ভঙ্গ হয়েছিলো, ফরাসিদের।
সঙ্গত কারণে এই ইউরো তেই এমবাপ্পে লেখতে চাইবেন শাপমোচনের গল্প।।
যদিও ইউরোর গ্রুুপ পর্ব থেকে রাউন্ড আব ষোল কোথাও নিজে কে মেলে ধরতে পারেনি সদ্য সাবেক পিএসজি তারকা।
করেছেন মাত্র ১ টি গোল সেটিও পেনাল্টি থেকে ।।
তবে কি এমবাপ্পে নিজের
সেরা টা জমিয়ে রেখেছেন নাকি, পূর্তগালের বিপক্ষে ম্যাচের জন্য?
এমন টা হলে তো মহাবিপদই আপেক্ষা করছে রোনালদোদের জন্য!!
পূর্তগীজ লেফট ব্যাক মেন্ডিস ইতিমধ্যে হুুশিয়ারি দিয়ে রেখেছেন এমবাপ্পে কে তারা থামিয়ে দিবেন।
রোনালদোর জন্য লড়বেন, কোর্য়াটার ফ্রান্স বাঁধা টপকিয়ে সেমি তে পা রাখতে চাই পূর্তগাল।
অবশ্য কাগজে কলমে তারকা নির্ভর, দল নিয়ে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফরাসিদের ছাপিয়ে পূর্তগালই ফেবারিট।
রাউন্ড আব ষোল তে, স্লোভানিয়ার বিপক্ষে ট্রাইব্রেকার শূট-আউটে কস্তা নৈপুণ্য জিতলেও, গ্রুুপ ষ্টেজে দুর্দান্ত ফুটবল খেলেছে মার্টিনেজের শিষ্যরা।।
এফ গ্রুুপের চ্যাম্পিয়ন হিসেবে পা রেখেছে পরের রাউন্ডে।
তবে শঙ্কা আর চিন্তার কারণ হতে পারে, দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর ফর্ম আর ফিটনেস।
খুব একটা ফর্মেও নাই রোনালদো।
পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের ছায়ায় হয়ে আছেন ক্রিস।
গ্রুপ ষ্টেজে করতে পারেননি কোন গোল। ৬ ইউরোর যাএা তে এই প্রথম বারের মতন গ্রুুপ ষ্টেজে গোলের দেখা পাননি সি,আর, সেভেন।
এর ওপর রাউন্ড আব ষোল তে অতিরিক্ত সময় পর্যন্ত মাঠে ছিলেন পরের ম্যাচে সবটা উজার করে দিয়ে খেলতে পারবেন কিনা ৩৯ বছর বয়সী রনোর শরীর সায় দিবেন কি না সেটা বেশ প্রশ্নের যায়গা।।
মুদ্রার ওপারে এবারের ইউরো তে ফরাসি দের অবস্হা হযবরল।
গ্রুুপ ষ্টেজে পেয়েছে মাএ ১ জয় দুই ড্রয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে এসেছে পরের রাউন্ডে।।
এখন পর্যন্ত টুর্নামেন্টে ওপেন প্লে-গোল করতে পারেনি ফ্রান্স।
বেলজিয়ামের বিপক্ষে অত্মঘাতী গোলে জয় পেয়েছে, আর গ্রুুপ পর্বে ১ গোল সেটাও এসেছে পেনাল্টি থেকে।
সব-মিলিয়ে খুব একটা স্বস্তি নেই ফ্রান্স।
যদিও শেষ ৫ ম্যাচের সংখ্যাতত্বের হিসেব নিকেশ স্বস্তি দিচ্ছে, ফরাসিদের।
শেষ পাচ বারের মোকাবিলা তে মাএ ১ টি তে জয় পেয়েছে পূর্তগাল।
বাকি দুই ড্র এর বিপরীতে, ২ জয় তুলে নিয়েছে ফ্রান্স।
তবে সব সংখ্যা তত্বের হিসেবে নিকশে ছাড়িয়ে দুই দলের লড়ায় টা মধ্যে মাঠে।
দুই দলেরই মিড-ফিল্ড বেশ শক্তিশালী;
বার্নার্ডো সিলভা, ব্রুুনো ফার্নান্দেজ,
ভিটনহা, পালহিনহা দের সঙ্গে কন্তে, চুয়ামিনি, রাবিয়োট দের আগ্নপরিক্ষায়া উত্তীর্ণ হবে।
এই পরিক্ষায় যে সফল ভাবে উত্তীর্ণ হবেন সেই হয়তো হাসবেন শেষ হাসি?
কে হাসবেন, সেই হাসি, রোনালদো নাকি এমবাপ্পে, ৬ তারিখ এখন সে ড্রামা দেখারই আপেক্ষা।