লস এ্যাঞ্জলেস নাইট রাইডার্স টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নিলো, জয়ের দিনে সাকিব ছিলেন নাইট শিবিরে। ব্যাটে বলে অবদান রেখেছেন। জয় দিয়ে টুর্নামেন্টে ডেবু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার!! বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছিলেন সাকিব। তাও বিদেশের মাটিতে, ফ্রাঞ্চাইঝি লিগে। প্রত্যাশা মেটানোর আশ্বাস দিয়ে দেশ ছেড়েছিলেন সাকিব সেই প্রত্যশা মাফিক দলের জয়ে অবদান রেখেছেন আল হাসান। তার দল লস এ্যাঞ্জলেস নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিলো টেক্সাস সুপার কিংসের। টসে হেরে সাকিবদের ব্যাট করার আমন্ত্রণ জানায় সুপার কিংস। তবে সে আমন্ত্রণে জ্যাসন রয় সুনিল নারিনরা ২ অংকের ঘর ছুঁতে পারেনি। তিনে নেমে উন্মুক্ত চাঁদ খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস। ৪৫ বলে ৬৮ রানের ইনিংস ছিলো নাইটদের সর্বোচ্চ রানের ইনিংস। উন্মুক্ত চাঁদের পর উইকেটে আসেন সাকিব, ১৩ বলে ১৮ রান করে আউট হন তিনি। করেন দলীয় তৃতীয় সর্বোচ্চ রান।
প্রথম ইনিংসে যতটা কন্ট্রিবিউট করা যায় তারই চেষ্টা করেছিলেন আল হাসান!! অনেকটা মারমুখী ছিলেন শুরু থেকেই। গোটা তিনেক চারের মারে বড় রানের ইনিংসের লক্ষ্যন দেখা গেলেও কিছুক্ষণ বাদে শট খেলতে গিয়ে আউট হন সাকিব! আর তাতে আরও একবার ২০ এর আগেই ইনিংস থামে সাকিবের। যদিও দলের তৃতীয় সর্বোচ্চ রান এটাই, তবে সাকিবের উপর যে প্রত্যশা ছিলো তা মিটেছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা যায়।
এরপর ইনিংস মেরামতে নিতেশ কুমার খেলেন ১৭ বলে ২৬ রানের ইনিংস। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১০ রান মিলিয়ে নাইটরা ১৬২ রানের টার্গেট দাড় করায়। জবাবে ব্যাট করতে নামে টেক্সাস সুপার কিংসের ওপেনার, ডেভ কনওয়ে খেলেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস। আরেক ওপেনার ডু প্লেসিস আউট হন ১৪ বলে ১৪ রান করে। ক্যাপ্টেনের এমন নক দলকে জয়ের মুখ দেখাতে পারেনি। ডু প্লেসিসের মতো মিডেল অর্ডারও ছিলো ছন্যছাড়া, এ্যারন হার্ডি, জশুয়া ট্রম্প এমনকি মার্কাস স্টোইনিসরাও এদিন দাড়াতে পারেননি। মিডেল আর ফিনিশিংয়ে ব্যর্থতার কারনে ম্যাচ হেরেছে টেক্সাস সুপার কিংস!
লস এ্যাঞ্জেলসের জয়ের দিনে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন স্পেন্সার জনসন ও পেসার আলি খান।
এক ওভারে ৩ উইকেট নেয়া আলি ছিলেন অপ্রতিরোধ্য। স্পেল শেষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নামের পাশে ৪ উইকেট সাজিয়েছেন। ৪ উইকেট না সাকিব নিতে পেরেছেন এক খানা উইকেট। ৩ ওভারে
৩২ রান দিয়ে আল হাসানের ১ উইকেট শিকার করেছেন। বল হাতে বিশ্বকাপ সফর ভালো যায়নি, ব্যাট হাতেও ছিলেন না নিজের মতো। বিশ্বকাপের পর প্রথম ম্যাচের এমন পারফর্ম্যান্স সাকিব মূল্যায়ন করতে পারেন। ধরতে পারেন সাকিব শেপে ফিরেছেন!