গত সিজনের অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে। এসিএল ইঞ্জুরির কারণে সিজনের শেষের দিকে কিছু ম্যাচ বাদ বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি। অথচ এরপরও তাকে ব্রাজিলের মুল দলে রেখেছিলেন কোচ ডরিভাল। শুধু রাখেননি, কোপা আমেরিকায় মুল একাদশে সুযোগ দিয়েছিলেন মিলিতাওকে। এডার মিলিতাও তখনও নিজের সেরা ফর্মে না আসলেও তার উপর বিশ্বাস ছিল কোচের। কিন্ত কোচের সেই বিশ্বাসের সাথেই ধোকাবাজি করলেন মিলিতাও।
বিশ্বকাপ বাছাইপর্বে যেখানে ধুকছে ব্রাজিল দল, সেখানেই দলে ডাকা হলো মিলিতাওকে। সাম্প্রতিক সময়ে পুর্ণ ফিট হয়ে সেরা ফর্মেও আসছিলেন মিলিতাও। তাই তাকে নিয়ে প্রত্যাশাও বেশি ছিল সবার। তবে হঠাৎ দলে ডাক পাওয়ার পর শোনা গেলো ইঞ্জুরিতে মিলিতাও। ইঞ্জুরি এতটাই গভীর যে ব্রাজিলের ক্যাম্পই ছেড়ে যান তিনি। অগত্য ডাকতে হয় নতুন খেলোয়াড়কে, আরো একবার ডিফেন্সের ব্যার্থতায় হারতে হয় ব্রাজিল দলকে।
তবে এবার ইঞ্জুরি নিয়ে শোনা গেলো আরেক তথ্য। জাতীয় দলের হয়ে ইঞ্জুরিতে ম্যাচ খেলতে পারেননি, কিন্ত ক্লাবের খেলায় ইঞ্জুরি গায়েব মিলিতাও। রিয়াল মাদ্রিদ পরবর্তী ম্যাচে মাঠে নামবে সোসিয়াদের বিপক্ষে। আর সেখানেই ফুল ফিট হয়েই মাঠে নামবেন মিলিতাও। অথচ এই সময়ে ব্রাজিলের হয়ে ২ ম্যাচ খেলেননি তিনি, কোন প্রকার অপেক্ষা না করেই ছাড়েন ক্যাম্প।
ক্লাবের প্রতি নিবেদন আর জাতীয় দলের প্রতি অবজ্ঞা নতুন নয় ব্রাজিলিয়ানদের। এই বছর প্রস্ততি ম্যাচ খেলতে ইঞ্জুরি বাহানা দিয়ে আর্সেনাল ছাড়েনি গ্যাব্রিয়েল মেঘালাস, জেসুসদের। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আর্সেনালের তাদের ছাড়তে অপরাগ ছিল, এমনকি তারা নিজেরাও প্রস্ততি ম্যাচের জন্য ছিলেননা প্রস্তত। জাতীয় দলের চেয়ে ক্লাবের ফুটবলে মনযোগ তাদের।
এছাড়া অনেক ক্ষেত্রে জাতীয় দলে বড় হওয়ার সুযোগ থাকলেও টাকাকে বেছে নেন অনেকে। এই যেমন রজার ইবনেজ, বেন্তো থেকে মার্কোস লিওনার্দো, সবাইকে নিয়েই বড় স্বপ্ন দেখেছিল ব্রাজিলের ভক্তরা। তবে সেই স্বপ্নকে বালিচাপা দিয়েই অনেকটাই টাকার লোভের সৌদি লীগে যায় তারা। ক্লাবে ভিনিসিয়াস জুনিয়ারের পারফর্মেঞ্চের সামনে আতঙ্কে থাকেন বিশ্বের বড় বড় রাইটব্যাকরা। জাতীয় দলে নিম্নসারির কোন দলের বিপক্ষে খেললেও ভিনিসিয়াসকে মনে হয় তৃতীয় সারির কোন ফুটবল। ক্লাবে ব্যাচে চুমু, আর জাতীয় দলে যেন স্বেচ্ছাচারিতা।
অনেকে ব্রাজিল দলের ব্যার্থতায় কোচের দায় দেন। তবে নেইমার, রাফিনহা, আন্দ্রে, রিচার্লিসনরা ক্লাবের চেয়ে অনেক সময় ভালো খেলেন জাতীয় দলে। কেননা তাদের মধ্যে ঐ নিবেদন থাকে। আর এই নিবেদনের অভাবই মিলিতাও, ভিনিদের বানিয়ে রাখে ক্লাব লিজেন্ড হিসেবে।