ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন চার নতুন মুখ, ফিরেছেন শামীম পাটোয়ারীও। তবে এবারের বিপিএলে ব্যাটেো-বলে দুর্দান্ত পারফর্ম করা নাসির হোসেনকে রাখা হয়নি স্কোয়াডে। নতুন যাদেরকে দলে রাখা হয়েছে তাদের সবাই ছিলেন এবারের বিপিএলের টপ-পারফর্মার। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে এবারের বিপিএলে দারুণ এক মৌসুম কাটিছেন তৌহিদ হৃদয়।ছিলেন বিপিএলের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায়ও।
রনি তালুকদারও রংপুর রাইডার্সের হয়ে পুরো বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন স্পিনার তানভীর আহমেদ।সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে বেশি উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন এই বোলার। নতুনদের মধ্যে অন্য আরেকজন হলেন বিপিএলে সিলেটের হয়ে খেলা পেসার রেজাউর রহমান রাজা। এছাড়া বিগত কয়েক সিরিজে দলের বাইরে থাকা শামীম হোসেন পাটোয়ারীকে ফের দলে ফিরিয়েছে বিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড :
সাকিব আল হাসান(অধিনায়ক),লিটন কুমার দাস,নাজমুল হোসেন শান্ত,আফিফ হোসেন,মেহেদী হাসান মিরাজ,মোস্তাফিজুর রহমান,নুরুল হাসান সোহান,তাসকিন আহমেদ,হাসান মাহমুদ,নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়,রনি তালুকদার,শামীম পাটোয়ারী,তানভীর আহমেদ,রেজাউর রহমান রাজা।
Uncategorized
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির : স্কোয়াডে চার নতুন মুখ
- March 1, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
শেয়ার করুন:
Related Post
নারী ক্রিকেট, বাংলাদেশ
আয়ারল্যান্ড নারীদের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের শুরু টাইগ্রেসদের
November 27, 2024
আইপিএল, আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
বাংলাদেশের শূণ্য-আফগানদের ৭ জন কোথায় পিছিয়ে গেল টাইগাররা?
November 26, 2024