December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

ইংল্যান্ডকে ‘স্রেফ’ উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৮২ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ৩৭তম ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কিউইরা। শতরান এসেছে নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।

 

ইংল্যান্ডের দেওয়া ২৮২ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। কোনো রান না করেই সাম কারানের বলে কট বিহাইন্ড হন উইল ইয়াং। তবে এরপর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র মিলে স্বপ্নের মতো ব্যাটিং করেন। দুজনেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তুলে নেন শতরান। ১৯ চার আর ৩ ছয়ে ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯৬ বলে ১২৩ রান করেন রবীন্দ্র। তার ব্যাট থেকে আসে ১১টি চার আর ৫টি ছয়ের মার। তাদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ের কারণে ৯ উইকেট হাতে রেখে মাত্র ৩৬.২ বলে জয় পায় নিউজিল্যান্ড।

 

এর আগে টসে হরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটারের জুটিতে আসে ৪০ রান। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন ডেভিড মালান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো আউট হন ব্যক্তিগত ৩৩ রানে। তিনে নামা জো রুট একপ্রান্ত আগলে রেখে খেলেন ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ঝড়ো ২৫ রান। অধিনায়ক জস বাটলার খেলেন ৪২ বলে ৪৩ রানের ইনিংস। এদিন ইংল্যান্ডের সব ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করেন। তবে রুট আর বাটলার ব্যতীত আর কেউই ইনিংস বড় করতে পারেনি। লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২০ রান, আদিল রশিদ ১৫ ও ক্রিস ওকস ১৩ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

কিউইদের পক্ষে ম্যাট হেনরি ৩টি ও মিচেল স্যান্টনার ২টি উইকেট লাভ করেন।

 

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল হায়াদ্রাবাদে বাংলাদেশ সময় দুপুর আড়াই টায় পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *