October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
Uncategorized

আর্জেন্টিনায় কত পারিশ্রমিক পাবেন জামাল ভূঁইয়া….?

নানান নাটকীয়তার পর শেষ পর্যন্ত আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভূঁইয়া।১৮ই আগস্ট শুক্রবার দিনগত রাতে স্থানীয় এক রেস্তোরাঁয় এই চুক্তি সম্পন্ন হয়।চুক্তি সাক্ষরের বিষয়টি সোল দে মায়ো তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করেন।

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশে আমার অনুসারী অনেক।আমার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং আমি তা কাজে লাগিয়ে এই ক্লাবকে এগিয়ে নিতে চাই।আমি ভালো কিছু করতে পারলে আরো অনেক বাংলাদেশী এখানে খেলা সুযোগ পাবে।

জামাল আর্জেন্টিনার তৃতীয় স্তরের এই ক্লাবের সঙ্গে কত বছরের জন্য চুক্তি করেছেন তা এখনো জানা না গেলেও মাসিক ১৫০০০ ডলার পারিশ্রমিকে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

তবে চুক্তি সম্পন্ন হলেও জামালের পুরনো ক্লাব শেখ রাসেল তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।শেখ রাসেল কর্তৃপক্ষের দাবি, জামাল তাদের সঙ্গে করা চুক্তি অস্বীকার করেছে।তাদের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় ক্লাবকে কিছু না জানিয়ে সে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছে।ক্লাব ফুটবলের দলবদলের নিয়ম অনুযায়ী যা সম্পূর্ণ আইন পরিপন্থী।

যদিও জামাল ভূইয়া দাবী করছেন, শেখ রাসেলের সঙ্গে তিনি কোন চুক্তি করেন নি।শেখ রাসেল যে চুক্তির কথা বলছে তার যাবতীয় কাগজপত্রাদি ভুয়া।

এই শুতে শেখ রাসেল ক্লাবের অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন,জামাল একজন প্রতারক।সে নিজে হাতে চুক্তিপত্রে তার যাবতীয় তথ্যাদি লিখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *