নানন তর্ক-বিতর্ক সাপেক্ষে শেষ পর্যন্ত বি্বকাপ দলে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের। তাই নিজের পরিবারের সাথে কিছুটা সময় কাটাচ্ছেন তামিম। কদিন আগে লন্ডনে ছিলেন। সেখান থেকে সরাসরি দুবাইয়ে যান তিনি। সব ঠিকঠাক থাকলে ২৮ অক্টোবর দেশে ফেরার কথা তামিমের।
এর মধ্যে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। সেটি নিশ্চিত হতে টেলিফোনে তামিমের সাথে যোগাযোগ করা হলে তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি, ‘অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো?’
সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর ছড়িয়ে পড়ার উৎস হলো এবারের জাতীয় লিগে তার না খেলার বিষয়টি। প্রসঙ্গটি উঠতেই তামিমের উত্তর, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’ মোট কথা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবর শুনে তামিম নিজেই বিস্মিত।
তবে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরবেন কিনা, এই প্রশ্নের উত্তর এখনই দিতে তৈরি নন তামিম ইকবাল, ‘আমি কোথাও অবসর নিয়ে বলিনি। আর সত্যি বলতে এই মূহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কি খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভালো আছি।’