December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

১২ হাজার কোটি টাকা,দামি চাকরির লোভেও পরেনি ভিনিসিয়াস, সৌদিকে না বলে দিলেন ব্রাজিলিয়ান

ব্রাজিল কিংবদন্তি ফুটবলার তৈরীর কারখানা,আর নেইমির অনুপস্থিতিতে বিশ্বে এখন সবচেয়ে দামি ব্রাজিলিয়ান প্রোডাক্ট ভিনিসিয়াস জুনিয়র। আর অনেকদিন আগেই তাকে কেনার জন্য ওতপেতে আছে সৌদি লীগ।তবে সেই ফাদে পা দিচ্ছেন না ভিনি,জানিয়ে দিয়েছেন হাজার কোটি টাকাতেও মন গলছেনা তার।লোভকে সংযত করে ক্যারিয়ার আর দলের প্রতি প্যাশনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই লেফট উইঙ্গার।
ফলে সৌদির করা ১২ হাজার কোটি টাকার প্রস্তাবের পাশাপাশি, অবসরের পরেও যে লম্বা সুযোগের অফার পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার, তা আপাতত ফিরিয়ে দিয়েছেন তিনি।গোল ডট কমের তথ্য অনুযায়ী, ভিনিসিয়াসকে ১০ বছরের লং টার্ম প্রজেক্টের জন্য নিয়ে যেতে চায় তারা। সেখানে ভিনিকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছে সৌদী।

ভিনির প্রথম লোভনীয় প্রস্তাব অতি উচ্চ বেতন। ৫ বছরে ১২ হাজার কোটি টাকা বেতন অফার করা হয়েছে। রিয়াল মাদ্রিদে চেয়ে সৌদিআরব তাকে বেতন দিবে ১৩ গুণ বেশি। ৫ বছরের চুক্তিতে প্রতি বছর ২০০ মিলিয়ন বেতন পাবেন ভিনিসিয়াস। আর সেটি কার্যকর হলে ভিনিই হতেন পৃথিবীর সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়।

১০ বছরের প্রজেক্টে ভিনিকে সৌদি আরবের স্পোর্টিং এম্বেসেডর হওয়ার প্রস্তাবও দিয়েছে। ২০৩৪ সালে ক্যারিয়ারের প্রান্তিলগ্নে এসে পড়বেন ভিনিসিয়াস। আর সেই বছরই বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। সেই বিশ্বকাপ আয়োজন করলে এর ব্রান্ডিং এর বড় দায়িত্ব পেতেন ভিনি, এমনটাই জানানো হয়েছিলো সেই অফারে।

তবে ১০ বছরের প্রজেক্ট হলেও ভিনিকে আবারো ইউরোপে খেলার প্রস্তাবও দিয়ে রেখেছিলো সৌদি লীগ। সেখানে বলা ছিলো ৩০ বছরের আগে ভিনিসিয়াস চাইলে আবার ইউরোপের ক্লাবে যোগ দিতে পারেন। এমনকি ভিনিসিয়াসের অবসরের পর চাকরির ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। সৌদি আরবে সে যেকোন চাকরি ইচ্ছুক স্পোর্টস রিলেটেড, সেখানেই নাকি যোগ দিতে পারেন।
কিন্তু এই সব অফারই ভিনির কাছে তুচ্ছ তার প্যাশনের কাছে।
বর্তমানে তিনি আছেন সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর তালিকা শীর্ষে। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকাও বটে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়াসের। তার রিলিজ ক্লজও অবাক করার মতো। প্রায় ১ বিলিয়ন ইউরো। এতেই, বোঝা যায় রিয়ালও ভিনিসিয়াসকে সহজে ছাড়বে না। আর ভিনি নিজেও যেতে ইচ্ছুক না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *