লেফট উইঙে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ভিনিসিয়াস জুনিয়র। বামদিক থেকে বিশ্বের সেরা সেরা ফুলব্যাকদের নাভিশ্বাস করে দেন এই ব্রাজিলিয়ান। আরাউহো, কুন্ডে, কিমিখ, কৌটা, আর্নল্ড, জেমস সহ বড় বড় ফুলব্যাকরাও ভিনিসিয়াসের সামনে সুবিধা করতে পারেননা। বড় বড় দলগুলোর বিপক্ষে দেখা যায় ভিনির ঝলক।
তবে একজনকে নিয়ে রাইভাল সমর্থকরা বরাবর প্রশ্ন তুলেন। তিনি ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। ওয়াকারের বিপক্ষে ভিনিসিয়াস সুবিধা করতে পারেননা, এমনটাই দাবি অনেকের। ওয়াকার থাকাকালীন তার বিপক্ষে ভিনিসিয়াস সেভাবে গোল এসিস্ট করতে পারেননি। যে কারণে অনেকের মত, সবার কাছে কাড়িকুড়ি দেখাতে পারলেও ওয়াকারের কাছে বন্দি ভিনিসিয়াস।
তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই কাইল ওয়াকারই এবার পক্ষ নিলেন ভিনিসিয়াসের। এবং তার কাছে বর্তমানে সবচেয়ে সেরা উইঙ্গারই ভিনিসিয়াস। নিজে বারবার ভিনিসিয়াসের মুখোমুখি হয়েছেন, সেখানে অন্য সবাই যাই বলুক, নিজে বরাবরই সমস্যার মুখোমুখি হয়েছেন ওয়াকার। এমনকি ভিনিকে সামলাতে দুইবার অস্বস্তি বোধ করে মাঠ থেকে উঠে যেতে হয়েছে তাকে। যে কারণে ভিনিকে সবার সেরা আখ্যা ওয়াকার।
সাম্প্রতিক সময়ে এক আলোচনায় ওয়াকারকে বাছাই করতে দেওয়া হয় তিনজ উইঙ্গার সম্পর্কে। এই তিনজনই ফুটবল বিশ্বে বর্তমানে তরুণদের মধ্যে বেশ সমাদৃত। সেখানে ছিল সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঞ্চের কিলিয়ান এমবাপ্পে, স্পেনের সেরা সেনসেশন খ্যাত বার্সেলোনার লামিন ইয়ামাল ও ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়ার। এই তিনজনের মধ্যে র্যাংকিং করতে বলা হয় তাকে।
সেখানে ইয়ামাল বা এমবাপ্পে নন, ওয়াকার সবার উপরে রাখেন ভিনিসিয়াসকে। তার র্যাংকিংএ এক নাম্বার অবস্থানে থাকেন ভিনিসিয়াস জুনিয়ার। নাম্বার দুই অবস্থানে তিনি রাখেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পেকে। নাম্বার তিনে ওয়াকার রাখেন স্পেনের ইয়ামালকে।
এমবাপ্পেকে অনেকে বলেন সময়ের সেরা তরুণ তারকা। তার ক্লাব ও জাতীয় পর্যায়ে সাফল্য, গোল করা দক্ষতা ও অন্যান্য গুণের জন্য ইতিমধ্যে অনেকের কাছেই সময়ের সেরা হিসেবে খ্যাতি পেয়েছেন। অপরদিকে ইয়ামালকে অনেকেই মেসির সাথে তুলনা করেন। মাত্র ১৭ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের সব স্পটলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন এই তরুণ তারকা। তবে এদেরকে না রেখে ভিনিকে রেখেছেন ওয়াকার। ওয়াকারের কাছে ভিনির গতি, স্কিল, ড্রিবলিং, গোল করা দক্ষতা সব এবিলিটি ছাড়িয়ে যায় বাকি দুইজনকে।
এর আগে অবশ্য ওয়াকারকে বিশ্বের সেরা ডিফেন্ডার বলেছেন ভিনিসিয়াস। তার মুখোমুখি সবচেয়ে কঠিন প্রতিপক্ষও বলেছেন তিনি। এবার ওয়াকার সেরা বললেন ভিনিসিয়াসকে। বুঝাই যাচ্ছে, মাঠে এই দুইজনই নিজেদের সেরার সেরা লড়াই উপভোগ করেছেন।