ফুটবল প্রেমীদের জন্য মিলিয়ন ডলারের প্রশ্ন এবারের ব্যালন ডি,আর জিতবেন কে।
এমন প্রশ্নের জবাবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র এবং রোনালদো নাজারিও সাম্বা, তারকা ভিনিসূয়স কে ফেবারিট বলেছিলেন।
এবার সেই পালে যেনো নতুন করে হাওয়া দিলেন, আর্জেন্টিনার সাবেক তারকা এবং ম্যানসিটি কিংবদন্তী সার্জিও কুন আ্যাগুয়েরো।
ক্লাব ফুটবলের মৌসুম শেষে ফুটবল প্রেমীরা বারবার তুলেছেন একটা প্রশ্ন এবারের ব্যালন ডিআর জিতবে কে।
ব্যালন ডি,আর দৌড়ে একক ভাবে নিষ্চিত করা যাচ্ছিলো না।
তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ সিজনে দুরন্ত গতিতে ছুটেছেন ভিনিসিয়াস।
লা-লীগা এবং চ্যাম্পিয়নস লীগে চোখ বুলানো পারফর্ম করেছিলো ভিনি।
এরপর থেকেই ব্যালন ডি,আর জয়ের আলোচনা তে এগিয়ে ছিলেন লস-ব্ল্যাঙ্কোসদের বর্তমান নাম্বার “সেভেন”।
কিন্তুু চলতি কোপা-আমেরিকা তে নামের প্রতি সু-বিচার করতে পারেননি।
তিন ম্যাচ খেলে দুটি গোল করলেও, বড্ড বির্বণ অচেনা ছিলেন ভিনিসিয়াস। পুরো কোপা আমেরিকা তে নিজেকে হারিয়ে খুজেছেন।
কিন্তুু তার সম্পূর্ণ দায় টা কি ছিলো ভিনিসিয়াসের?
অবশ্য না সার্জিও আগুয়েরো ব্রাজিলের জার্সিতে ব্যর্থতার দায় মোটেও ভিনিসিয়াস কে দিতে চাননা।
বরং টিম হিসেবে ব্যার্থ ব্রাজিল।
ব্রাজিলের ব্যার্থতা বাদ দিলে দুর্দান্ত গতিতে ছুটেছেন ভিনিসিয়াস। এমনকি ভিনিসিয়াস এই সিজনে এমবাপ্পের চেয়েও ভালো ফুটবল খেলেছে বলে দাবি তার।
ভিনিসিয়াস এই সিজনে, প্রতিপক্ষের জন্য অতঙ্কের নাম ছিলেন।
যখন ভিনিসিয়াসের পায়ে বল ছিলো তখনই কিছু না কিছু করে দেখানোর চেষ্টা করেছেন।
যে যাই বলুক, ভিনিসিয়াস সবার সেরা।
তবে ব্যালন,ডিআর জেতার জন্য বেলিংহাম ভালো ভাবে এগিয়ে থাকবে।
বিশেষ করে ইউরোর পারফর্মের পর, বেলিংহাম ব্যালন ডি,আর টপ লিষ্টে থাকার কথা।
আমি ভিনিসিয়াস এবং বেলিংহাম দুজনকেই পছন্দ করি তবে বেলিংহাম ব্যালন ডি,আর জিতলে বেশি খুশি হবো।
তবে এই সিজনে ভিনিসিয়াস সবার চেয়া সেরা ছিলেন।
বলে রাখা ভালো ক্লাবের জার্সিতে দুর্দান্ত প্যারফরমেন্স করেছেন ভিনিসিয়াস।
লা-লীগা, চ্যাম্পিয়নস সব যায়গায় সমান তালে ছুটেছেন ভিনি। রিয়াল মাদ্রিদ ১৫ তম চ্যাম্পিয়নস লীগ জয়ে ভিনিসিয়াস এর আবদান গুরুত্বপূর্ণ।
সপ্নের ওয়েম্বলির৷ ফাইনালে জাদু দেখিয়েছিলেন লস-ব্ল্যাঙ্কোসদের নিউ নাম্বার সেভেন।।