December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

ব্যালন ডি অর জিতবেন ভিনিসিয়াস, দাবি রোনালদো ও রোনালদিনহোর

শেষবার ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডি অর জয় করেছেন কাকা। এরপর আক্ষেপ দেড় যুগের। এই সময়ে কোন ব্রাজিলিয়ান ব্যালন ডি অর জয় তো দূরে থাক, আশাও দেখাতে পারেননি। একমাত্র নেইমার জুনিয়ারের সেরা তিনে থাকা ছিল সর্বোচ্চ সাফল্য। এবার যেন ঘুচতে যাচ্ছে সেই ধারা। অন্তত এমনটাই মনে করেন কিছু ব্রাজিলিয়ান।

ব্রাজিল অনেক বছর ব্যালন ডি অর না জিতলেও ব্রাজিলিয়ানদের ব্যালন জয়ের খেলোয়াড়দের তালিকা অনেক বড়। সেই তালিকায় আছেন হলুদ জার্সির দুই লিজেন্ড নাম্বার নাইন রোনালদো নাজারিও ও ম্যাজিশিয়ান খ্যাত রোনালদিনহো। অন্তত এই দুই তারকা মনে করেন, ব্রাজিলিয়ানের ব্যালন ডি অর না পাওয়ার আক্ষেপ ঘুচতে চলেছে এবার। ভিনিসিয়াসের হাত ধরেই ঘুচবে সেই আফসোস। আর এই দুই তারকার এমন দাবির কথা স্বীকার করেন ভিনিসিয়াস নিজেই।

সাম্প্রতিক সময়ে সিএনএনকে এক সাক্ষাৎকার দেন ভিনিসিয়াস। ভিনি বলেন “ আমার কাছে উদাহরণ হিসেবে কাকা আছেন। আছেন রোনালদো নাজারিও যিনি দুইবার এই ব্যালন ডি অর জয় করেছেন। আমাদের রোনালদিনহো, রিভালদোর মত অনেকে আছেন যারা এই ব্যালন ডি অর জয় করেছেন। তবে কোন সন্দেহ ছাড়া বলতে পারি, রোনালদিনহো ও রোনালদো আমার কাছের মানুষ। তারা আমাকে প্রায় প্রত্যেকদিনই বলছে আমি ব্যালন ডি অর জিতব “

এমনকি রোনালদোর সাথে কিছুক্ষণ আগের কথাও স্মরণ করেন ভিনি। সেখানে তিনি বলেন “ আমি কিছুক্ষণ আগেও রোনালদোর সাথে ছিলাম। আমি লিবিজিয়ায় তারা বাসায় ছিলাম এবং অনুশীলন করতে ছিলাম। সেখানে সে আমাকে বলে কঠোর অনুশীলন করতে, কেননা আমি নাকি ব্যালন ডি অর জয়ের খুব কাছাকাছি আছি “

শুধু রোনালদো, রোনালদিনহো নন, ব্রাজিলের নারী ফুটবলার ও নারী ফুটবলের সর্বজয়ী তারকা মার্তার সাথেও এ নিয়ে আলাপ করেছেন ভিনিসিয়াস। মার্তাও তাকে আশ্বস্ত করেছেন তার ব্যালন ডি অরের ব্যাপারে। আর সেখানে মার্তার প্রশংসা করেন ভিনিসিয়াস। ভিনির মতে মার্তা নারী ফুটবলের সর্বকালের সেরা তারকা। এমনকি নারী ফুটবলের গতিপথই বদলে দিয়েছেন তিনি।

গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে লা লীগা ও চ্যাম্পিয়নস লীগ জয় করেন ভিনিসিয়াস। ৩০ এর অধিক গোল এসিস্ট ছাড়াও বড় ম্যাচে তার পারফর্মেঞ্চ তাকে দেয় স্পটলাইট। আর তাতেই আসেন ব্যালন জয়ের খুব কাছাকাছি। এবার যেন রোনালদিনহো ও রোনালদোর কথার সত্যি করার পালা এই রিয়াল মাদ্রিদ তারকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *