১৬ দলের অধিনায়কের মাঝে কেক কাটলেন বাবর।
আজ ১৫ অক্টোবর বাবর আজমের ২৮তম জন্মদিন। একই দিনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’ও। আইসিসির সেই অনুষ্ঠানেই বাবর আজম আজ কাটলেন তার জন্মদিনের কেক। অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক খানিকটা রহস্যই করছিলেন। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মঞ্চে আসতে একটু দেরি করছিলেন, তাই নিয়ে যত রহস্য। একটু পরেই জানা গেল তার দেরি করার কারণ। হাতে একটা […]