সব কিছু ছাপিয়ে বাবর – ভিরাটের লড়াই দেখবে বিশ্ব!
ভিরাট কোহলি এবং বাবর আজম একে অপরের সাথে কুশলাদি বিনিময় করছেন। এমন ছবি এশিয়া কাপের আগে ভক্তদের উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে। বহুজাতিক টুর্নামেন্ট গুলোর কল্যাণেই এসব ছবির দেখা মেলে। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার মতো বৈরিতা এখানেও আছে। একজনের উত্থান এক যুগ আগে, আরেক জনের অর্ধযুগ। রাজার মতো দাপিয়ে বেড়ানোর কাজটা ভিরাট করেছেন পুরো এক […]